প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৩ ২২:১১

শিবগঞ্জে উপজেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির কর্মশালা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে উপজেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির কর্মশালা

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে একলেরেটিং একশন টু ইন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ (ফেস-২) শীর্ষক প্রকল্পের আওতায় বাল্যবিবাহ নিরোধ আইন ও বিধি এবং উপজেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির কার্যক্রম সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়া শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, বেলাল হোসেন, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম শফি, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সাংবাদিক সোহেল আক্তার মিঠু ।

উপরে