আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে রহিত(৩০) নামের ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার নশরতপুর রেলওয়ে স্টেশনের পুর্ব পাশে গাদোঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই যুবক কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া গ্রামের মৃত শফি উদ্দীনের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান,গত বুধবার(১৫ নভেম্বর) রাতে সান্তাগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবক রহিতের মৃত্যু হয়। রহিত মানসিক ভারসাম্যহীন ছিল। বাড়ী থেকে বের হয়ে রেল লাইনে হাটাহাটি করার সময় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।