প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩ ১৩:২৯

দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে সৈয়দপুরে প্রস্তুতিমূলক সভা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে সৈয়দপুরে প্রস্তুতিমূলক সভা

আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বিকেল তিনটায় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ, সহ-সভাপতি সাংবাদিক সাকির হোসেনবাদল,অধ্যক্ষ মোখলেছুর রহমান,সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু,সদস্য হোসনে আরা লিপি ও শরীফা বেগম প্রমূখ।

সভায় দিবসটি যথাযথভাবে পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়েছে। এ সব গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে, জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, মানববন্ধন ও আলোচনা সভা। এ সব কর্মসূচিতে সকল সরকারি দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধি,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিএনসিসি,গালর্স গাইড এবং স্কাউটস্ প্রতিনিধি ও বিভিন্ন এনজিও প্রতিনিধি অংশ নেবেন।

 

উপরে