সৈয়দপুরে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভার আয়োজন করে। বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) সহযোগিতায় ওই সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং ব্র্যাকের নীলফামারী’র ডেপুটি ম্যানেজার (লিগ্যাল এইড) মো. এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সদস্য সচিব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা সমবায় অফিসার মাহফুজার রহমান, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি ট্রাফিক পুলিশ পরিদর্শক জাকির হোসেন, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, বাঙ্গালীপুর ইউপি চেয়রাম্যান ডা. শাহাজাদা সরকার, কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী, বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন, আইসঢাল খিয়ারপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আফজাল বিন নাজির, আসমতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ারুল ইসলাম ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. আকতার হোসেন প্রমূখ অংশ নেন। সভার সার্বিক সহযোগিতায় ছিলেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) এ্যাসোসিয়েট মিতালী মন্ডল।
সভায় বক্তারা বলেন,বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। সমাজ থেকে বাল্যবিয়ে প্রতিরোধে সরকারী বেসরকারীভাবে উদ্যোগ গ্রহন করা হয়েছে। তাই বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিসহ আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বক্তারা সবাই সমন্বিত উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিবাহ রেজিষ্ট্রার (কাজী), ইমাম, শিক্ষক, সাংবাদিক,কিশোরীরা উপস্থিত ছিলেন