প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩ ১৩:৪১

আদমদীঘিতে ৮৭২২ হেক্টর জমিতে রবিশষ্য চাষের ল্যমাত্রা নির্ধারন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
আদমদীঘিতে ৮৭২২ হেক্টর জমিতে রবিশষ্য চাষের ল্যমাত্রা নির্ধারন

বগুড়ার আদমদীঘি উপজেলায় চলতি মৌসুমে ৮ হাজার ৭ শত ২২ হেক্টর জমিতে রবিশষ্য চাষের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে কৃষকরা ইতিমধ্যেই বিভিন্ন জাতের জমির আমন ধান কেটে আগাম জাতের আলু, সরিষা,গম, পিয়াজ, রসুন সহ অন্যান্য রবিশষ্য ফসল লাগানো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে এবার বাজারে আলু ও সরিষার দাম বেশী থাকায় অনেক কৃষক আলু ও সরিষা চাষে আগ্রহ বেড়েছে।  

আদমদীঘি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, রোপা আমন ধান কাটার পর চলতি রবিশষ্য মৌসুমে অত্র উপজেলায় একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে এবার মোট ৮ হাজার ৭শত ২২ হেক্টর জমিতে রবিশষ্য চাষের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২৮৫০ হাজার হেক্টর জমিতে আলু, ৫৩৫০ হাজার হেক্টর জমিতে সরিষা, ৩০ হেক্টর জমিতে গম, ৩ শত ৫০ হেক্টর জমিতে শাক-সবজি, ৫০ হেক্টর জমিতে পিয়াজ, ২৫ হেক্টর জমিতে রসুন, ২৭ হেক্টর জমিতে মসুর ডাল, ৫ হেক্টর জমিতে ভুট্ট্রা,৩৫ হাজার হেক্টর জমিতে কাঁচা মরিচ চাষের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে কৃষকরা বিভিন্ন জাতের রোপা আমন ধান কেটে জমিতে হাল চাষ করে আগাম জাতের আলু, সরিষা, পিয়াজ, শীতকালিন মরিচ, শাক-সবজি সহ অন্যান্য রবিশষ্য লাগানো শুরু করেছেন। 

 

উপরে