প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৩ ২৩:০৪

বগুড়ার সভায় বিজয় দিবসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গৃহীত

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ার সভায় বিজয় দিবসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গৃহীত
আজ বিকাল ৪ টায় দিন বদলের মঞ্চ বগুড়া'র সভা অনুষ্ঠিত হয়েছে। দিন বদলের মঞ্চ বগুড়ার সভাপতি সাজেদুর রহমান ঝিলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুল হক খান রনিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা করেন ফিরোজ আখতার পলাশ, সমর কুমার দাস, অজয় সাহা, শুভ শংকর গুহ রায়, মামুনুর রহমান, ফারহানা আক্তার শাপলা, আব্দুল লতিফ, এস এম শাহীদুর রহস্য বিপ্লব, আশরাফুল ইসলাম মুক্তা, সাদ্দাম হোসেন প্রমুখ। 
 
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৬ ডিসেম্বর ২০২৩ মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। সকাল ৯ টায় বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় দিনব্যাপী বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হবে, সকাল ১১ টায় র‍্যালী এবং র‍্যালী পরবর্তী "মুজিব মঞ্চ" এ দিনব্যাপী গান, নাটক, আবৃতি, নৃত্য, আলোচনা সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
 
উপরে