প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৩ ২৩:১১

আদমদীঘিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ
আদমদীঘিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বগড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ি এলাকায় আবু সাঈদ (২৪) নামের এক নওমুসলিম যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সনাতন ধর্মের হালদার সম্প্রদায়ের ওই যুবকের পুর্ব নাম ছিল বিষনু হালদার। সে উপজেলার কাশিমিলা প্রসাদখালি গ্রামের মৃত অনুকুল হালদারের ছেলে।

জানা গেছে, প্রায় দুই বছর পুর্বে মুসলিম ধর্মের এক মেয়ের সাথে প্রেম করে নওমুসলিম হয়ে বিয়ে করে। সে স্ত্রী তৃষা(২১)কে নিয়ে সান্তাহার পৌর শহরের রথবাড়ি এলাকায় ফেরদোস হোসেনের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। পুলিশ জানায় প্রেম করে বিয়ে এবং নওমুসলিম হবার পরও তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকে। এর ধারাবাহিকতায় কয়েক দিন পুর্বে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর থেকে তারা আলাদা রুমে ঘুমাত। বুধবার রাত ৯টার দিকে সাঈদ বাহিরে থেকে বাসায় ফেরার পর একমাত্র কন্যাকে কোলে নিয়ে ফের বাহিরে যেতে থাকে। এসময় স্ত্রী তুষাও স্বামীকে অনুসরণ করতে থাকে। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাসায় ফিরে আবু সাঈদ তার রুমে প্রবেশ করে এবং ঘড়ের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। এসময় স্ত্রী তৃষা অনেক ক্ষন ধরে ডাকাডাকি করেও দরজা খোলাতে পারেনি। পরে রাত ১০টার দিকে ঘড়ের ফ্যানের হুকের সাথে রশিতে তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে সান্তাহার ফাঁড়ির পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে।

বৃহস্পতিবার মরদেহের ময়না তদন্ত করার জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

উপরে