প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৩ ২৩:২১

সাপাহার উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাপাহার নওগাঁ প্রতিনিধি
সাপাহার উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নওগাঁর সাপাহার উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্বে সাপাহার উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা  অনুষ্ঠিত হয়। সভায়  আইন শৃংঙ্খলা, মাদক, চোরাচালান, সন্ত্রাশ ও নাশকতা, ইনোভেশন, যৌতুক ও বাল্য বিয়ে প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক আলোচনা বিভিন্ন দপ্তরের দাপ্তরিক যাবতীয় আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
 
এ সময় সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, মৎস্য অফিসার রোজিনা পারভিন সহ সকল ইউপি চেয়ারম্যান গন, সকল দপ্তরের কর্মকর্তা ও সভার সদস্য গন উপস্থিত ছিলেন।
 
 

 
 
উপরে