সিংড়ায় তিনবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ড. রফিকুল ইসলাম
নাটোরের সিংড়ায় উপজেলা পর্যায়ে টানা তিনবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ড. রফিকুল ইসলাম। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এর আগেও দুইবার উপজেলায় শ্রেষ্ঠ ও ২০২২ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।
ড. মো. রফিকুল ইসলাম সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তিনি ২৯তম বিসিএস (সাধারণ শিক্ষা)ক্যাডারের সদস্য হিসেবে ১ আগস্ট ২০১১ সালে বগুড়ার সান্তাহার সরকারি কলেজে যোগদান করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তরুণ বয়সেই এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি নটিংহামে পড়াশোনা করেন ড. রফিকুল ইসলাম। তার জন্ম বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের জানগ্রামে।