প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৩ ১২:৩৮

আদমদীঘিতে দামোদর ব্রত ও সহস্র প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
আদমদীঘিতে দামোদর ব্রত ও সহস্র প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত

“দাম” শব্দের অর্থ রশি এবং “উদর” হচ্ছে কোমর। মা যশোদা কর্তৃক যাঁর উদরে দাম বা রশি বন্ধন রয়েছে তিনিই দামোদর। বৈদিক সংস্কৃতিতে সুপ্রাচীর কাল হতে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালিত হয়ে আসছে। ভগবান শ্রীকৃষ্ণের পূণ্য লাভের আশায় ঘি-কর্পূরের প্রদীপ জালিয়ে দীর্ঘ এক মাস দামোদর ব্রত উৎসব শেষে সহস্র প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে দামোদর ব্রত উৎসবের সমাপ্তি করা হয়।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে মন্দিরের আয়োজনে মাস ব্যাপী দামোদর ব্রত পালন শেষে গত শুক্রবার রাত ৯টায় রেলওয়ে মন্দির অঙ্গনে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার প্রধান অতিথি হিসেবে প্রদীপ জালিয়ে দামোদর ব্রত উৎসবের সমাপ্তি ঘোষনা করেন। উৎসব অঙ্গনে ভাগবতীয় আলোচক ছিলেন, ঢাকা বিসিএস প্রশাসন একাডেমীর সিনিয়র সচিব শুভাশিষ ঘোষ, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ কুমিল্লা ইসকনের সহ-সভাপতি পূজ্যপাদ পিতম্বর গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, নওগাঁ ইসকন মন্দিরের অধ্যক্ষ পূজ্যপাদ ব্রজরাজ কৃষ্ণ দাস ব্রহ্মচারী, উৎসব অঙ্গনে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি কলেজের এসোসিয়েট প্রফেসর শ্রীমান কমল কৃষ্ণ, সান্তাহার পৌরনভার ৫নং ওর্যাড কাউন্সিলর আলাউদ্দীন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, নওগাঁ রাজীব ইলেকট্রনিক্স এর সত্বাধীকারী রাজীব রায়, সান্তাহার রেলওয়ে মন্দিরের সভাপতি সুভাস চন্দ্র ঘোষ,সাধারান সম্পাদক উত্তম কুমার ঘোষ, দামোদর ব্রত উৎসব অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সজল কুমার ঘোষ প্রমুখ। শ্রী শ্রী দামোদর ব্রত ও সহস্র প্রদীপ প্রজ্জলন উৎসবে ভজন কীর্তন পরিবেশন করেন টেলিভিশন ও বেতার শিল্পী বাউল পরিক্ষীৎ ইমন। মাস ব্যাপী দামোদর ব্রত শুক্রবার রাতে সমাপ্তি অনুষ্ঠানে প্রায় দুই হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে। 

 

উপরে