প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৩ ১৩:৩৪

নয়াপল্টনে গ্রেপ্তার বিএনপি নেতার কারাগারে মৃত্যু

অনলাইন ডেস্ক
নয়াপল্টনে গ্রেপ্তার বিএনপি নেতার কারাগারে মৃত্যু

 বিএনপির গোলাপুর রহমান (৫৮) নামে এক নেতার কারাগারে মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

বিএনপির গত ২৮ অক্টোবর মহাসমাবেশের আগের দিন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে ছিলেন।  

শনিবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগারে তিনি মৃত্যুবরণ করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।  

এই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।  

মৃত গোলাপুর রহমান ছিলেন চট্টগ্রাম মহানগরের চাঁন্দগাও থানার ৫ নম্বর মোহরা ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি।  

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগের দিন শুক্রবার (২৭ অক্টোবর), রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পল্টন থানা পুলিশ গোলাপুর রহমানকে গ্রেপ্তার করে।

উপরে