আদমদীঘিতে নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় সান্তাহার পৌর বিএনপি’র সহ-সভাপতি মোমতাজ আলীকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দুপুরে পৌওতা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় । মোমতাজ আলী পৌওতা গ্রামের মৃত কাজেম উদ্দীনের ছেলে এবং সান্তাহার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদমদীঘি থানার একটি নাশকতা মামলায় রবিবার দুপুরে সান্তাহার পৌরসভা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোমতাজ আলীকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য গত ৮ নভেম্বর রাতে উপজেলার পূর্ব ঢাকা রোড এলাকায় আওয়ামীলীগ অফিসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণ ঘটনায় উপজেলা এবং সান্তাহার পৌর বিএনপি’র ৫৯ নেতা কর্মির নামে আদমদীঘি থানায় একটি নাশকতা মামলা দায়ের হয় । এ পর্যন্ত উপজেলায় সাত বিএনপি নেতাকর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।