সৈয়দপুরে কামারপুকুর ডিগ্রী কলেজের অধ্যক্ষের মায়ের পরলোকগমন
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অরুণ কুমার দাস বাপ্পা’র মা মমতা রানী দাস বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন। তিনি রোববার বেলা পৌণে দুইটায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেনীরহাট বাবুপাড়ার নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক পুত্র, দুই মেয়ে,নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,শুভাকাঙক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
রাত নয়টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার এক নম্বর বেলাইচন্ডী ইউনিয়নের বেনীরহাটে পারিবারিক শ্মশানে তাঁর অন্তোষ্ট্রিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সভাপতি এ্যাড.তুষার কান্তি রায়, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি এ্যাড. সুবোধ কুমার দাস, পূজা উদ্যাপন পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু, সাধারণ সম্পাদক মৃনাল কুমার দাস মিন্টু, পৌর শাখার সভাপতি রঞ্জন কুমার সরকার, সাধারণ সম্পাদক নিজু আগরওয়ালা, সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. আতিউর রহমান,সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, হাজারীহাট কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শফিয়ার রহমান সরকার, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোস্তাফিুজুর রহমান, সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী একেএম মোস্তাফিজুর রহমান, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, সাপ্তাহিক জনসমস্যা সম্পাদক প্রভাষক শওকত হায়াৎ শাহ, সাংবাদিক মো. আমিরুজ্জামান, এম আর আলম ঝন্টু, জসিম উদ্দিন, মিজানুর রহমান মিলন, তোফাজ্জল হোসেন লুতুু সংবাদপত্র ব্যবসাপত্র মজিদুল ইসলাম মন্ডল প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার এক নম্বর বেলাইচন্ডী ইউনিয়নের বেনীর হাটবাবুপাড়া বাসিন্দা স্বর্গীয় মমতা রানী দাস ছিলেন স্বর্গীয় অজিত কুমার দাসের সহধর্মিনী।