প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৩ ২২:০৭

মনোনয়ন চূড়ান্ত ঘোষণা হওয়ায় বগুড়ায় পৌর ছাত্রলীগের মিষ্টি বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
মনোনয়ন চূড়ান্ত ঘোষণা হওয়ায় বগুড়ায় পৌর ছাত্রলীগের মিষ্টি বিতরণ

রোববার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন চূড়ান্ত ঘোষণা হওয়ায় ও জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু সহ ৭টি আসনে আওয়ামীলীগের প্রার্থীদের মনোনয়ন দেয়ায় রাতে বগুড়া শহরের সাতমাথায় পৌর ছাত্রলীগের আয়োজনে মিষ্টি বিতরণ করা হয়। 

মিষ্টি বিতরণকালে পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রিজেন্ট,  সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান সাব্বির, দপ্তর সম্পাদক মোস্তফা আল মামুন, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মেহেদী, ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হুরাইরা, ২১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তিতাস, ছাত্রনেতা তাসফিক, মারুফ, লিখন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মিষ্টি বিতরণকালে পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রিজেন্ট,  সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান সাব্বির বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও রাগেবুল আহসান রিপুসহ আর যোগ্য নেতৃবৃন্দকে মনোনয়ন দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। যাদের নেতৃত্বে স্মার্ট জেলা হিসেবে বগুড়া হয়ে উঠবে আওয়ামী লীগের ঘাঁটি। বগুড়ার মানুষ বগুড়ার মানুষ এখন আর নামে নয় কাজে বিশ্বাসী তাই তারা সকলে নৌকা মার্কার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে।

উপরে