প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৩ ২১:৫৭

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আওয়ালের চাচার মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আওয়ালের চাচার মৃত্যু

বগুড়ায় মোটরসা্ইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল আউয়ালের চাচা রাশেদুর রহমান (৪০)। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তিনি মারা যান (ইন্না নিল্লাহি......রাজিউন)।

শহরের সিন্ধা আবাসিক এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে রাশেদুর রহমান মৃত্যুকালে ৮ বছর ও ৪ বছর বয়সীয় দুইটি সন্তান রেখে গেছেন। নিহত রাশেদ পেশায় একজন ষ্টেশনারী ব্যবসায়ী ছিলেন। রোবরার রাতে নামাজে জানাজা শেষ নামাজগড় গোড়স্থানে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে রাশেদুর রহমান শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সারিয়াকান্দি ফায়ার সার্ভিস অফিসের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন।

জানা যায়, শুক্রবার তিনি মোটরসাইকেল যোগে সারিয়াকান্দি চরে যাওয়ার সময় সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে মোটরসাইকেলের সামনে একটি গরু আসে। গরুকে রক্ষা করতে গিয়ে তিনি মোটরসাইকেল থেকে নিচে রাস্তায় পড়ে মাথায় প্রচন্ড আঘাত পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থা বেশি খারাপ হলে শজিমেকে স্থানান্তর করা হয়। সেখানেই লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রাশেদ শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

উপরে