রাণীনগরে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান গ্রেফতার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন বিএনপি‘র সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং কালীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান গোলাম (৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে ককটেল হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে। গোলাম হোসেন রাতোয়াল গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান,গত ২নভেম্বর রাতে উপজেলার রাণীনগর-ঝিনা সড়কের বিষ্ণপুর এলাকায় ককটেল হামলার ঘটনা ঘটে। এতে আওয়ামীলীগের তিনজন নেতা-কর্মী আহত হয়। ওই ঘটনায় জয়নাল সরদার নামে এক আওয়ামীলীগ সমর্থক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ককটেল হামলার ওই ঘটনার সাথে জরিত সন্দেহে গোলাম হোসেনকে ভোর রাতে বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে।