প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩ ১৩:১৮

সৈয়দপুরে আলিম পরীক্ষার ফলাফল সন্তোষজনক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে আলিম পরীক্ষার ফলাফল সন্তোষজনক

রোববার প্রকাশিত মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন এবারের আলিম পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার  আলিম মাদ্রাসাগুলো সন্তোষজনক ফলাফল করেছে।  উপজেলার ছয়টি  আলিম মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায়  ১৫৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩৯ জন। ফলে গড় পাশের হার দাঁড়িয়েছে  ৯০.৮৪%। আর জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সোনাখুলী মুন্সিপাড়া কামিল (এম. এ) মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেন ৮১জন পরীক্ষার্থী। তন্মধ্যে পাশ করেছে ৭৮জন। পাশের হার ৯৬.২৯%। জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী। পোড়ারহাট আলিম মাদ্রাসার পরীক্ষার সংখ্যা ছিল ১৪ জন । এদের মধ্যে পাশ করেছেন ১২ জন। পাশের হার ৮৫.৭১%। শ্বাষকান্দর সিনিয়র আলিম মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেয় ১৫জন। উত্তীর্ণ হয়েছে ১৩জন। পাশের হার ৮৬.৬৬%। চাপড়া কাশিরাম আলিম মাদ্রাসার পরীক্ষার্থী ছিল ১৩জন। পাশ করেছে ১১জন। পাশের হার দাঁড়িয়েছে ৮৪.৬১%।

আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেন ৮জন পরীক্ষার্থী। পাশ করেছে ৭জন। শতকরা পাশের হার ৮৭.৫০ ভাগ। হাজারীহাট মোহাম্মাদীয়া আলিম মাদ্রাসার মোট পরীক্ষার্থী ছিল ২২জন। এদের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয় ১৮জন। পাশের হার ৮১.৮১%।

 

উপরে