বগুড়ার সারস্বত আশ্রমে জয়গুরু নিবাস নির্মান কাজের উদ্বোধন
বগুড়া চেলোপাড়ায় উত্তর বাংলা নিগমানন্দ সারস্বত আশ্রমে জয়গুরু ভক্ত নিবাসের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে নির্মান কাজের উদ্বোধন করেন বগুড়া পৌরসভার প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস ও আশ্রমের মহারাজ শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজ।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের অর্থায়নে ১৫ লাখ টাকা বরাদ্দে নির্মিত হচ্ছে জয়গুরু ভক্ত নিবাস। জয়গুরু ভক্ত নিবাস নির্মান প্রসংগে কথা বললে আশ্রমের অধ্য গৌরানন্দ সরস্বতী মহারাজ বলেন, আমাদের আশা ছিল, ভক্তদের জন্য একটি ভক্ত নিবাস তৈরি করার। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তায় এটি করতে পেরে আমরা আনন্দিত। আশ্রমে বছরে তিনটি বড় অনুষ্ঠান হয়ে থাকে। সেখানে দেশ বিদেশ হতে হাজার হাজার ভক্ত সমাবেত হয়। তাদের আবাসনের ব্যবস্থা করতে আমাদের হিমশিম খাইতে হয়। এটি নির্মিত হলে ভক্তরা স্বাচ্ছন্দে তারা এখানে থাকতে পারবে। এতে করে আমাদের আবাসন সমস্যা দুর হবে।
এসময় উপস্থিত ছিলেন,আশ্রমের দেবাশানন্দ সরস্বতী মহারাজ,ধর্মেশানন্দ সরস্বতী মহারাজ,আশ্রমের সাধারণ সম্পাদক অনিল পাল, কোষাধ্য লণ বনিক,সহ কোষাধ্য জাতীয় ক্রীড়াবীদ গোপাল তেওয়ারী,সদস্য কার্তিক দত্ত সহ আশ্রমের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপ সহকারী প্রকৌশলী আহাদ খান।তিনি বলেন,বগুড়ায় একযোগে চারটি ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন কাজ চলছে। মালতিনগর মহাশ্মশান উন্নয়ন,সেউজগাড়ি ইসকন মন্দির নির্মান, চেলোপাড়া মহাশ্মশান উন্নয়নের কাজ একযোগে চলছে। বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে কাজগুলো শুরু হয়েছে।