বিশ্বমানের শিক্ষায় সুশিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে: রাগেবুল আহসান রিপু
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া সদর ৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি বলেছেন, এদেশের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করে এদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য নিজেদের (শিক্ষার্থী) কে মনোনিবেশ করবে সেটাই আমাদের কাম্য। নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের নতুন প্রজন্মের মেধাবী প্রতিনিধিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশকে নেতৃত্বে দেবে।
শনিবার সকালে সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনী শিক্ষা সমাপনী ও বিদায় অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠানে সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নওসাদ উর রহমান নিশান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন প্রজন্মকে নিয়ে ভাবতেন। তেমনি তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব কর্মকাণ্ডের কেন্দ্র বিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম। আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বমানের শিক্ষা পেয়ে সুনাগরিক হতে পারে। যেকোনো জায়গার শিক্ষার্থীর সঙ্গে শুধু তাল মিলিয়েই চলা নয়, উন্নত প্রযুক্তিটাও যেন সে আয়ত্ত করতে পারে। সেই ভাবেই তাদের গড়ে তুলতে হবে। কারণ, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে।’
সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শরিফা খাতুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুবিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল, বগুড়া সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবদুল ওয়াহেদ, বগুড়া জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বাবলু, সুবিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী প্রমুখ।
অনুষ্ঠানে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠান শেষে সুবিল উচ্চ বিদ্যালয়ের ১৫ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের ৫ হাজার টাকা করে হাতেসরকার প্রদত্ত অনুদানের অর্থ হস্তান্তর করা হয়।