বগুড়ায় নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে: ম রাজ্জাক
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ম আবদুর রাজ্জাক বলেছেন, বগুড়ার ৭ টি আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সারাদেশের ন্যায় বগুড়াতেও ব্যাপক উন্নয়ন অগ্রগতি হয়েছে। উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। বগুড়ার মানুষ উন্নয়ন ও শান্তি চায়। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বগুড়াবাসী নৌকায় ভোট দিবেন ইনশাআল্লাহ। তিনি নৌকা বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি রবিবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
এসময় বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা শাখার সহ-সভাপতি আবু জাফর সিদ্দিকী রিপন, একেএম এনামুল বারী টুটুল, লুৎফুল বারী বাবু, সহঃ অধ্যাপক মনিরুজ্জামান মনির, গোলাম হোসেন, মামুনুর রশিদ মামুন, রুহুল আমিন বাবুল, কোয়েল ইসলাম, মোহাম্মাদ আলী সিদ্দিক, নাজমুল কাদির শিপন, আব্দুর রউফ, নুরুল আমিন শিশির, বনি ছদর খুররম, নুরুন্নবী সরকার, আরিফুল হক বাপ্পী, সুলতান মন্ডল সজল, মশিউর রহমান মামুন, নাসিমুল বারী নাসিম, লিটন শেখ, সিরাজুল ইসলাম রতন, খালেকুন্নাহার পলি, আবদুল্লাহ আল নোমান, রাকিবুল ইসলাম রাজু, এনামুল হক, আব্দুল ওয়াদুদ পাপ্পু, সহ জেলা শাখার নেতৃবৃন্দ, পৌর ও সকল উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ।
এই বিশেষ বর্ধিত সভায় বগুড়ার সাতটি আসনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে কাজ করা সহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।