প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২৩ ১২:২৫

নন্দন শিল্পী গোষ্ঠীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রেস বিজ্ঞপ্তি
নন্দন শিল্পী গোষ্ঠীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় নন্দন শিল্পী গোষ্ঠীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার রাতে শহরের কলোনী সংগঠন কার্যালয়ে কেক কর্তন করা হয়। এরপর আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি মতিয়ার রহমান বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজু ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, নন্দন শিল্পি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা খলিলুর রহমান চৌধুরী, উপদেষ্টা সোহরাব হোসেন খান, ডাঃ আব্দুল মোমিন রতন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র  সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আমিনুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুদেব চন্দ্র ঘোষ, প্রচার সম্পাদক মামুনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক রমজান আলী খোকা, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান মতি, কার্যনির্বাহী সদস্য সিদ্দিক হোসেন, হাসান আলী।

অনুষ্ঠান শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না ৩য় বারের মত বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নন্দন শিল্পি গোষ্ঠীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। 

এরআগে সন্ধ্যায় সংগঠন কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। 

উপরে