প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২৩ ১৩:১৯

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীতে আল-আমিন (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের বানিয়াছল বিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন সদর উপজেলার ইব্রাহিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াছল বিলপাড়ের রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছিলেন আল-আমিন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তার পথরোথ করে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্তের পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উপরে