সৈয়দপুর ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
নীলফামারীর সৈয়দপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শত ছাত্রীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (স্যানিটারি ন্যাপকিন) বিতরণ করা হয়েছে।
রোববার উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ওই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (স্যানিটারি ন্যাপকিন) শিক্ষার্থীদের হাতে তুলে দেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন।
এ সময় নীলফামারী জেলা পরিষদের সদস্য মো. মিজানুর রহমান লিটন, সৈয়দপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুর উপজেলা পরিষদের চলতি ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় উপজেলার চারটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শত ছাত্রীর মধ্যে ওই স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়েছে। যে সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়, সে সব হচ্ছে উপজেলার বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয় ও চওড়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়।