প্রকাশিত : ৮ ডিসেম্বর, ২০২৩ ১২:৫০

ঘোড়াঘাটে ডাচ-বাংলা ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ছিনতাই

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
ঘোড়াঘাটে ডাচ-বাংলা ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ছিনতাই

দিনাজপুরের ঘোড়াঘাটে ডাচ-বাংলা ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ছিনতাই ৩ জন আটক ১জন পলাতক বলে জানা গেছে।

জানা যায়, গতকাল বিকেলে ঘোড়াঘাট উপজেলার হরিপাড়া মাহাবুল আলমের এজেন্ট ডাচ-বাংলা ব্যাংক থেকে ৪ জন টাকা গুলো ছিনতাই করে মোটর সাইকেল যোগে পালানোর সময় মাহাবুল আলমের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ৩ জনকে হাতে নাতে আটক করে, ১ জন পালিয়ে যায়। আটককৃতদের বাড়ি নিলফামারী জেলার সদর উপজেলার দেলুয়া গ্রামের মোশারফ আলীর ছেলে ময়নুল ইসলাম (৩৫), দিনাজপুর জেলার খানশামা উপজেলার আঙ্গার পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৪) ও একই গ্রামের আজিজ আহমেদ (৩৩) বলে জানা গেছে।

আটককৃতদের ঘোড়াঘাট থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। অপরদিকে দিনাজপুর খানশামা উপজেলার খালেক মিয়া পলাতক রয়েছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় ছিনতাইয়ের মামালা দায়ের করে তাদেরকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উপরে