বগুড়ায় আরডিএ‘তে এমফোরসি আর্থিক সেবা সামিট অনুষ্ঠিত
বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে বাংলাদেশ চরাঞ্চলে গুণগত মান সম্পন্ন কৃষি উপকরণের সরবরাহ নিশ্চিতে মেকিং মার্কেট ওয়ার্ক ফর দ্যা চরস (এমফোরসি) প্রকল্প ফাইন্যান্স ফরওয়ার্ড/আর্থিক সেবা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ডিসেম্বর) আরডিএ অডিটোরিয়াম এমফোরসি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ খুরশিদ ইকবাল রেজভী।পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার যুগ্ম পরিচালক ও এমফোরসি'র প্রকল্প পরিচালক মোঃ আব্দুল মজিদ প্রামানিক এর সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন,সাবেক পরিচালক ও আরডিএর সিডিআরসির ফাউন্ডার পরিচালক ড.একেএম জাকারিয়া আকন্দ,সুইচকন্টাক্ট'র গভর্নমেন্ট রিলেশনস এডভাইজার সুধাংশু শেখর বিশ্বাস,সুইচকন্টাক্ট'র ম্যানেজার পার্টনারশিপ ইয়াসির আরাফাত সহ সুইচকন্টাক্ট ও আরডিএ বিভিন্ন কর্মকর্তা,এনজিও'র প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এমফোসি'র ফাইন্যান্স ফরওয়ার্ড এর মাধ্যমে চরাঞ্চলে মৌসুমি ব্যবসার ঋণ কার্যক্রমের সম্ভাবনা ও স¤প্রসারণে বর্তমান অবস্থা,চ্যালেঞ্জ সম্পর্কে প্যানেল আলোচনা ও বিশ্লেষণমূলক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
উল্লেখ্য,মেকিং মার্কেট ওয়ার্ক ফর দ্যা চরস (এমফোরসি) সুইজারল্যান্ড সরকার ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ২০১১ সাল থেকে বাস্তবায়িত হচ্ছে এমফোরসি প্রকল্প। প্রকল্পটি সুইসকন্টাক্ট বাংলাদেশ ও পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়া এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে চরাঞ্চলের কৃষি বাজার ব্যবস্থা উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে নির্ধারিত চরগুলোর দরিদ্র পরিবারের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্রতা ও বিপদাপন্নতা হ্রাস করা।এই লক্ষ্যে এমফোরসি শীর্ষক প্রকল্পটি দেশের দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলে জুলাই ২০২০ হতে জুন ২০২৪ পর্যন্ত ৬টি জেলার (গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, জামালপুর ও শরিয়তপুর) নতুন এলাকার চরাঞ্চলের চরবাসীদের সার্বিক অর্থনৈতিক উন্নতি, বাজারের সঙ্গে যোগাযোগ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে উদ্ধার হওয়ার বিভিন্ন কৌশল রপ্ত করায় কাজ করছে।প্রকল্প এমজেএসকেএস-কে প্রকল্পের তৃতীয় রিভাইজড ধাপে (জুলাই-২০২০-মার্চ ২০২৪) কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুরে প্রকল্পে বিভিন্ন বাস্তবায়ন সহযোগী হিসাবে নিযুক্ত করেছে।যার প্রথম পর্যায়ে মে ২০১৩ হতে ডিসেম্বর ২০১৯ তারিখে সমাপ্ত হয়েছে এবং এর মাধ্যমে ১,২৪,০০০ চর পরিবার উপকৃত হয়েছে।