প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২৩ ১৩:৫৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

সৈয়দপুরে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করায় তিন পরীক্ষার্থী আটক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করায় তিন পরীক্ষার্থী আটক

নীলফামারীর সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্রে কানে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের অভিযোগে তিন জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে পরীক্ষা চলাকালে  সৈয়দপুর শহরের তিনটি  পরীক্ষা কেন্দ্র থেকে তাদেরকে আটক করেছে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)।

সৈয়দপুর থানা পুলিশ সূত্রে জানা যায় ,  সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজ, কয়াগোলাহাট স্কুল এন্ড কলেজ এবং সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে তিন পরীক্ষার্থী তাদের কানে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দিচ্ছিলেন। এ সময়  আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ওই তিন পরীক্ষার্থীকে শনাক্ত করেন। পরে তাদের সৈয়দপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটক পরীক্ষার্থীরা হলেন, নীলফামারী সদর উপজেলার কচুকাটা এলাকার আপন চন্দ্রের ছেলে তমাল চন্দ্র (২৫), একই উপজেলার পঞ্চপুকুর এলাকার হামিদুল ইসলামের মেয়ে রাফিয়া আকতার (২৩) এবং ডিমলা উপজেলার পূর্ব খড়িবাড়ী গ্রামের মুসা মিয়ার ছেলে ওমর ফারুক (২৭)। এদের মধ্যে তমাল চন্দ্রকে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, রাফিয়া আক্তারকে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ  এবং ওমর ফারুককে কয়াগোলাহাট স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে আটক করা হয়েছে। 

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় তিনটি কেন্দ্র থেকে তিন পরীক্ষার্থীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক পরীক্ষার্থীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

উপরে