প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২৩ ২২:০৩
বেগম রোকেয়া দিবস

সৈয়দপুরে পাঁচ জয়িতাকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে পাঁচ জয়িতাকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শনিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রেগম রোকেয়া দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় ওই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফয়সাল রায়হান।  এতে স্বাগত বক্তব্য রাখেন  সৈয়দপুর উপজেলা মহিলা বিষষক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী।

 এতে অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, বীরমুক্তিযোদ্ধা ইউনুছ আলী, মির্জা সালাহউদ্দিন বেগ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফিজুর রহমান, সহ-সভাপতি ডা. খায়রুল বাশার, সদস্য ম, আ শামীম, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার, বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মুজিবুল হক, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, সাংবাদিক এম আর আলম ঝন্টু ও জসিম উদ্দিন প্রমুখ।  

সংবর্ধনা প্রাপ্ত জয়িতারা হলেন, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসেবে গোলাফ আফরোজা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শাহিনা আখতার বানু, সফল জননী হিসেবে হাফিজা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু ক্ষেত্রে মোছা. নাজনীন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার ক্ষেত্রে হোসনে আরা লিপি।  শেষে সংবর্ধনাপ্রাপ্ত পাঁচ জয়িতার হাতে ক্রেস্ট, সনদপত্র,নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। 

উপরে