নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় সকলকে সোচ্চার হতে হবে: লাখিন

বাংলাদেশ তথ্য ও মানবাধিকার সংস্থা বগুড়া জেলা শাখার সভাপতি ও সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন খায়রুল আলম লাখিন বলেছেন, নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে। মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। শুধু তাই নয় মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি, সকলের নিরাপত্তা বিধান, স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখাই মানবাধিকার। কিন্তু বর্তমানে তথ্য-প্রযুক্তির যুগেও বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় প্রতিনিয়ত আন্দোলন-সংগ্রাম করতে হচ্ছে।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তাঁর তারুণ্য থেকেই মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় নিরলস কাজ করেছিলেন। ইতোমধ্যে মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশ কর্তৃক গৃহীত বেশ কিছু কার্যক্রম আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে। বিশেষ করে মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি সংকট মোকাবেলায় দূরদর্শী নেতৃত্ব ও মানবিকতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতার জননী খেতাবে ভূষিত করা হয়েছে। বাংলাদেশ তিনবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্যপদে নির্বাচিত হয়েছে। বর্তমান সরকার মানবাধিকার রক্ষায় অত্যন্ত আন্তরিক। দেশে আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ।
বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল রবিবার বাংলাদেশ তথ্য ও মানবাধিকার সংস্থা বগুড়া জেলা শাখা আয়োজিত র্যালি শেষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি শহিদুল ইসলাম, পান্না বেগম, সাংগঠনিক সম্পাদক রব্বানী, জুফিকার, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট লাকী আক্তার, শাহ আলম, স্বপন, মুক্তার, রাব্বি হাসান, আরিফুল ইসলাম, নাসরিন পান্নাসহ প্রমুখ। এর আগে র্যালিটি বগুড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।