পার্বতীপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার ডোমখারি গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের ডোমখারি গ্রামের মোঃ বাদল মিয়ার স্ত্রী তিন সন্তানের জননী বিলকিস (৩৫) সবার অজান্তে নিজ ঘরে শনিবার বিকেলে গলায় ফাঁস টাঙ্গিয়ে আত্মহত্যা করে।
একই দিন সন্ধ্যায় খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তার মৃত্যুর আসল কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য মৃতদেহ দিনাজপুর মর্গে পাঠায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গৃহবধূ বিলকিসের শরীরে ভূতের আসর ছিল। এর আগেও সে আরও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে।