বগুড়ার সারিকান্দিতে প্রয়াত সাংসদ আব্দুল মান্নানের স্মরণ সভা
বগুড়ার সারিয়াকান্দিতে সাবেক সাংসদ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম আব্দুল মান্নানে'র স্মৃতিচারণ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিউর রহমান মতি। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুম আব্দুল মান্নানের সহধর্মিণী ও বগুড়া-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাহাদারা মান্নান।
সারিয়াকান্দি সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস এম হেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংসদ পুত্র সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সাবেক প্রধান শিক্ষক বাবু অরুণাংশু কুমার সাহা, কৃষিবিদ ইউসুফ আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এ্যাড. মন্তেজার রহমান মন্টু, কৃষিবিদ ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ হিমু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনছার আলী মাস্টার, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, নারচী ইউপির চেয়ারম্যান আলতাফ হোসেন বান্টু, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমতাজুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মিঠু, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সাকি মোঃ জাকিউল আলম ডুয়েল, চন্দনবাইশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুন নবী হিরো, উপজেলা কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাহিদ সুলতানা নাইস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি