শেখ হাসিনা বাংলাদেশকে খেলাধুলায় এগিয়ে নিয়ে যাচ্ছেন: ছান্নু
শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আলহাজ¦ সোহরাব হোসেন ছান্নু বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ^াসী। সারাদেশে প্রতিটি সেক্টরে তিনি উন্নয়নে করে যাচ্ছেন। তাই দল-মত নির্বিশেষে সরকারের উন্নয়নের সুফল সমভাবে ভোগ করছেন গোটা দেশবাসী।
তিনি আরও বলেন, সন্ত্রাস ও মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাই একমাত্র মাধ্যম। খেলাধুলা একজন খেলোয়াড়কে শৃঙ্খলা রক্ষায় অভ্যস্ত করে তোলে। খেলার মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরি হলে তারা দেশের সুনাম বয়ে আনতে পারবে। লেখাপড়ার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। এলাকার তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে।
শুক্রবার রাতে শাজাহানপুর উপজেলার চকলোকমান দক্ষিণ নামাপাড়া খেলার মাঠে কেস ক্লাব আয়োজিত নাইট শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
এ্যাডভোকেট সাদী মো. তিতাসের সভাপতিত্বে ও সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল কমিটি বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক সিবিএ আব্দুর রফিক শেখ মানিকের সঞ্চালনায় টুর্নামেন্টে বিশেষ ছিলেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন আকন্দ, শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মাস্টার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, মো. ছানাউল্লাহ, রাশেদুল ইসলাম, খোট্রাপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মুজিবুর রহমান হেলাল, রুহুল আমিন, রাশেদুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য মো. আরমান হোসেন শাকিল। এসময় আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সঞ্জয় কুমার চৌধুরী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুনির হোসেন, সদস্য আব্দুল ওয়াদুদ মুকুল, উপজেলা যুবলীগের সদস্য শাহাদৎ হোসেন, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সিরাজুল হক রাজু, টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষে রেজাউল করিম, রিমন, মুন্না, তিতাস, সোহেল, সাব্বির, স্বাধীন, ফরহাদসহ প্রমুখ। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি