সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সার্বিক উন্নয়নে পঞ্চবার্ষিক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল ও কলেজের সার্বিক উন্নয়নে পঞ্চবার্ষিক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার প্রতিষ্ঠানের একটি শ্রেণি কক্ষে এসএসডি ফাউন্ডেশন ট্রাস্টের সহযোগিতায় দিনব্যাপী ওই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সহায়কের ভূমিকা পালন করেন এসএসডি ফাউন্ডেশন ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন।
এতে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি (কলেজ শাখা) সৈয়দ শাহ ফজলুর রহমান, সভাপতি (কিন্ডারগার্টেন শাখা) কাজী একরামুল হক,অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল,প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমানসহ ও পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সাংবাদিকেরা অংশ নেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: