শিশু ফাহমিদার পরিবারের সন্ধান চায় শিবগঞ্জ থানা পুলিশ
বগুড়ার শিবগঞ্জে ধর্ষণের চেষ্টায় উদ্ধার হওয়া শিশু ফাহমিদার প্রায় ২ মাস যাবত রাজশাহী সেফহোম বায়াতে থাকা শিশুটির পরিবারের সন্ধান চায় শিবগঞ্জ থানা পুলিশ।
মামলা তদন্তকারী অফিসার এসআই আব্দুর রাজ্জাক জানান, ভিকটিম ফাহমিদা কে গত ৯ ডিসেম্বর মামলার প্রেক্ষিতে মহাস্থান থেকে উদ্ধার করা হয়। শিশুটি তার পরিবারের ঠিকানা বলতে পারে না, এর প্রেক্ষিতে থানা পুলিশ অনেক অনুসন্ধান করেও ওই শিশুটির পরিবারের লোকজন বা আত্মীয় স্বজনকে না পেয়ে বিপাকে পড়েছে তদন্তকারী কর্মকর্তা।
বর্তমানে আদালতের অনুমতিক্রমে সেফহোম বায়া রাজশাহীতে পাঠানো হয় শিশু ফাহমিদাকে। শিশুর পরিবার ও নিকট আত্মীয় স্বজনদের সন্ধান চেয়ে ১৩ ডিসেম্বর বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, মামলার প্রেক্ষিতে শিশু ফাহমিদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। কিন্তু শিশুটির কোন সন্ধান না পেয়ে তাকে আদালতের অনুমতিক্রমে সেফহোম বায়া রাজশাহীতে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।
কেহ যদি ওই শিশুটির সন্ধান পান তাহলে শিবগঞ্জ থানায় যোগাযোগ করতে বলা হয়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি