সৈয়দপুরে তিন ইটভাটার মালিকের চার লাখ ৩০ হাজার টাকা জরিমানা
নীলফামারীর সৈয়দপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন ইটভাটা মালিকের চার লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটা পরিচালনায় অনুমোদন না থাকা এবং কৃষি উর্বর জমি হতে মাটি সংগ্রহ করে ইট তৈরির দায়ে ওই জরিমানা আদায় করা হয়।
রোববার সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, নীলফামারীরর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল কলাবাগান এলাকায় অবস্থিত মেসার্স এবিএল ব্রিকস্ এবং কুজিপুকুর চিকলীতে অবস্থিত মো. আব্দুর রাজ্জাক (রাজু) এর মালিকানাধীন মেসার্স এমএইচই ব্রিকস ও মো. জাহিদ সরকারের মালিকানাধীন মেসার্স ইউবিএল ব্রিকসের কোন অনুমোদন নেই। এছাড়াও অনুমোদনবিহীন উল্লিখিত তিনটি ইটভাটার মালিকেরা উর্বর কৃষি জমি হতে মাটি সংগ্রহ পূর্বক ইট তৈরি করে ইটভাটা পরিচালনা করে আসছিলেন।
রোববার দুুপুরে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অনুমোদন না থাকা এবং কৃষি জমির মাটি সংগ্রহ ও ব্যবহার করে ইটভাটা পরিচালনার দায়ে মেসার্স এবিএল ব্রিকস এর মালিকের এক লাখ ৬০ হাজার টাকা, মেসার্স এমএইচই ব্রিকস মালিকের এক লাখ ৪০ হাজার এবং মেসার্স ইউবিএল ব্রিকস মালিকের এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন -২০১৯ এর ১৫(১) ‘ক’ ধারায় ওই জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন,সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন ইটভাটাকে চার লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায়ে বিষয়টি নিশ্চিত করেন।

সৈয়দপুর (নীলফামারী )প্রতিনিধি