পোরশায় আম ব্যবসায়ীর মোটরসাইকেল ছিনতাই
নওগাঁর পোরশায় আরিফ হোসেন নামের এক আম ব্যবসায়ীর বাজাজ ডিসকভার ১২৫সিসির একটি মোটরসাইকেল ছিনতাই হয়েছে। আম ব্যবসায়ী আরিফ হোসেন উপজেলার গাঙ্গুরিয়া ইউপির কাদিপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
আরিফ হোসেন জানান, তিনি গত মঙ্গলবার তার গ্রামের এক বন্ধুর থেকে মোটরসাইকেলটি চেয়ে নিয়ে শশুর বাড়ি পোরশা সদরে যান। শশুর বাড়ি থেকে ঐ দিন রাত ৮টায় তিনি বাড়ি আসার পথে গাঙ্গুরিয়া-কাদিপুর রাস্তার লালমাটিতলা এলাকায় পৌঁছিলে একদল ছিনতাইকারি তার পথ রোধ করে। এসময় তাকে বেধে রেখে মোটরসাইকেলটি নিয়ে যায় ছিনতাইকারিরা। আরিফ হোসেন আরও জানান, শশুর বাড়ি থেকে নিয়ে আসা তার নিকট নগদ ২লক্ষ টাকা ছিল। তবে ঐ টাকাগুলো নেয়নি ছিনতাইকারিরা।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, এঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে কেউ অভিযোগ করলে তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :