শিবগঞ্জে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মঙ্গলবার ২ দিন ব্যাপী দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র সঞ্চয় যোজন প্রকল্প ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশন (পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি প্রতিষ্ঠান) এর সার্বিক পরিচালনায় সুফলভোগী সদস্যদের আয়বর্ধনমূলক কার্যক্রম ব্যবস্থাপনা ও উদ্বুদ্ধকরণ গবাদিপশু ও হাঁস-মুরগী প্রতিপালনের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক মোঃ হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান।
প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আক্তার মিঠু, সিনিয়র মাঠ কর্মকর্তা হাফিজুল ইসলাম, শামিউল ইসলাম, সাংবাদিক আব্দুর রউফ রুবেল।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ