১৭ মামলায় গ্রেফতার ছাত্রনেতা আবু সালেহ
১৭ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সালেহকে। সর্বশেষ গত ২৪ ডিসেম্বর ও গত নভেম্বরে সিলেট রেলওয়েতে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে তিন দফায় ৫ দিন রিমান্ড শেষে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
জানা যায়, গত ২৮ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সিলেটে কয়েকহাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করে ৬৮টি মামলা হয়েছে। এসময় গ্রেফতার হয়েছে প্রায় ৩০০ নেতাকর্মী।
সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, আবু সালেহ ছাত্রদলের একজন নিবেদিত প্রাণ। এর আগেও বিনা ওয়ারেন্টে তাকে গ্রেফতার করা হয়েছিল। আবারও মিথ্যা মামলায় গ্রেফতার করে বারবার রিমান্ডের মাধ্যমে হয়রানি করা হচ্ছে তাকে। এসময় আবু সালেহসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নি:শর্ত মুক্তি দাবি করেন তারা।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় নগরীর কুমারপাড়া এলাকা থেকে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের অবরোধের সমর্থনে মশাল মিছিল করার প্রস্তুতিকালে আবু সালেহকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। এ পর্যন্ত দক্ষিণ সুরমা, মোগলাবাজার, কোতয়ালী, বিমানবন্দর, সিলেট রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় ১৭ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে।

মো: ইয়াসিন আহমেদ ফাহিম