আদমদীঘিতে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল,স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বী, মহিলা বিষয়ক বরুন কুমার পাল, থানার এস আই তারেক হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান, শামিম উল ইসলাম, গোলাম মোস্তফা, নাহিদ সুলতানা তৃপ্তি, গণমাধ্যমকর্মী হাফিজার রহমান, খায়রুল ইসলাম, বীরমুক্তি যোদ্ধা আব্দুল হামিদ প্রমুখ। সভায় আইন শৃংখলা বজায় রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ