শিবগঞ্জে ইউপি সদস্যর পাল্টা সংবাদ সম্মেলন
বগুড়ার শিবগঞ্জে সংবাদ সম্মেলনের মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ করা হয়েছে।
শুক্রবার উপজেলার হরিপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে ও কিচক ইউনিয়ন পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী রমজান আলী কিচক বাজারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত কয়েক দিন পূর্বে কিচক ইউনিয়নের কমরখুর গ্রামের শহিদুল ইসলাম আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে শিবগঞ্জে সংবাদ সম্মেলন করে। যা কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়।
সংবাদ সম্মেলনে আমাকে জড়িয়ে বেপরোয়া ভূমিদস্যু উল্লেখ করে সংবাদ প্রকাশিত করা হয়েছে। তিনি আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ সম্মেলনের মাধ্যমে ভূয়া ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করেছে। যাহা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। তিনি আরো বলেন, আমি কখনো মাটির ব্যবসার সঙ্গে জড়িত নই। প্রকৃত ঘটনা বালু, মাটি, ইট সহ বিভিন্ন মালামাল বহনের জন্য মিনি ট্রাক এর ব্যবসা পরিচালনা করে আসছি। আমি একজন জনপ্রতিনিধি ইউপি সদস্য। আমাকে রাজনৈতিক ভাবে প্রতিহিংসামূলক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য শহিদুল ইসলাম এধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন।
তিনি বলেন প্রতিপক্ষ শহিদুল ইসলাম একজন মাদক সেবনকারী ও কর্মহীন ব্যক্তি। তার সম্পর্কে কিচক বাজারের মানুষ সবাই জানে। পুকুর খননের মাটি কাটা বিষয়ে আমার কিছুই জানা নাই। ভবিষ্যতে সাংবাদিকদের নিকট এ ধরনের মিথ্যা তথ্য সরবরাহ না করার জন্য অনুরোধ করা হলো। সংবাদ সম্মেলনে উপস্থিত উক্ত পুকুরের মালিক গহের আলী বলেন আমার পুকুরের মাটি নিয়ে রমজান আলীর বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ