বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজে টিএমসি ডে উদযাপন
বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ এ্যালামনাই এ্যাসোসিয়েশন এর উদ্যোগে শনিবার কলেজ ক্যাম্পাসে টিএমসি ডে ও স্টুডেন্ট উইক ক্লোজিং সিরোমনি অনু্িষ্ঠত।
টিএমসি ডে উদ্যাপনের শুরুতেই সকালে বগুড়া শহরে এক বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ্যালামনাই উপলক্ষে শিক্ষার্থীদের পদচারনায় ক্যাম্পাস প্রানবন্ত হয়ে ওঠে। পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল মনোমুগ্ধকর। টিএমএসএস মেডিকেল কলেজ ক্যাম্পাসের মরিয়ম গ্যালারিতে সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যে রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল আলম জুয়েল, বগুড়া আর্মি মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল বোরহান উদ্দিন। টিএমসি অধ্যক্ষ প্রফেসর ডা.মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. সুশান্ত কুমার সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক ডা. মোঃ মতিউর রহমান। এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ,কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তৃতায় বলেন, টিএমসি একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে মেডিকেল শিক্ষায় এগিয়ে যাচ্ছে। দেশের সংকটময় করোনাকালীন চিকিৎসা সেবা দিয়ে যেমন সুনাম অর্জন করেছে। তেমনি গুনগত শিক্ষা নিশ্চিত করে প্রতিষ্ঠানটি দেশের ভিতরে অবস্থান তৈরী করেছে। বক্তাগণ আরও বলেন, একজন ডাক্তার চলনে বলনে আচারনে ডাক্তার হবেন। তাদের মানবিক গুনাবলী প্রভাবিত করবে। দেশ জাতির উন্নয়নে একজন শিক্ষার্থী ডাক্তার শুধু স্বাস্থ্য সেবা নয় সব বিষয়ে দক্ষতার স্বাক্ষর রাখতে নিজেকে তৈরী করবে এবং নিজ পেশার বাহিরেও ভ’মিকা রাখবে।
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এরপরে মেডিকেল শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি