দলছুট হুনুমানটি স্থান পেল রাজশাহী চিড়িয়াখানায়
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার রাঙামাটিয়া গ্রামে বেশ কয়েক দিন আগে একটি হনুমান ঘুরাঘুরি করছিল। একপর্যায়ে বখাটে ছেলেদের উৎপাতে হুমানটি শিবগঞ্জের রাঙামাটি গ্রামের টাওয়ার মসজিদে আশ্রয় নিয়ে ছিল। সেখানেও হুনুমানটি বখাটেদের হাত থেকে রক্ষা পায়নি। অবশেষে সে লোকালয় পেরিয়ে এসেছিল শিবগঞ্জ নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে , উপজেলা নির্বাহী অফিসারকে কি বুঝাতে চেয়েছিল হুনুমানটি উৎসুক জনতা বুঝতে না পারলেও! ঠিকই শুনেছেন সৃষ্টিকর্তা। অবশেষে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার হস্তক্ষেপে উদ্ধার হওয়া হুনুমানটি স্থান পেল রাজশাহী চিড়িয়াখানায়।
তিনি জানান, একটি নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে জানতে পারি আটমূল ইউনিয়নের ২ জন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে হনুমানটিকে আটক করে রাখেছিল। এর প্রেক্ষিতে পরিবেশবাদী সংগঠন ঞঊঊজ ও বন বিভাগের সহায়তায় হনুমানটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণের বিভাগীয় কার্যালয়ে প্রেরণের ব্যবস্থা নেয়া হয়। অবেশেষে হুনুমানটির আত্মনাত গ্রহণ যোগ্য হয়েছে সৃষ্টি কর্তার কাছে। তাই সে প্রাণে রক্ষা পেয়েছে। সচেতন মহল এই মানবিক কাজের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে সাধুবাদ জানিয়েছেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ