সৈয়দপুরে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
নীলফামারীর সৈয়দপুরে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” শ্লোাগানকে সামনে রেখে শনিবার দুপুরে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের সেলিনা কামরুন টেকনিক্যাল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা ও পরিচালক খুরশিদ জামান কাকন শিক্ষার্থীদের মাঝে কম্বল ও ত্বকের সুরক্ষায় মেরিল পেট্রোলিয়াম জেলি তুলে দেন। এ সময় সেলিনা কামরুন টেকনিক্যাল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক মো. সাদেকুল ইসলাম উপস্থিত ছিলেন ।
শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা ও পরিচালক খুরশিদ জামান কাকন জানান, “শীতে সৈয়দপুরসহ উত্তরবঙ্গের অবস্থা খুবই নাজুক। ঘন কুয়াশা সেই সাথে হিমেল হাওয়া। এরকম হাঁড় কাঁপানো ঠান্ডায় জনজীবন একেবারে বিপর্যস্ত। এমতাবস্থায় আমরা অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের পক্ষ থেকে ক্ষুদ্র পরিসরে হলেও শীতার্ত নিবারণে এগিয়ে এসেছি । তিনি সমাজের সামর্থ্যবানদের নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: