বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে অতিরিক্ত আইজিপি
রোববার সকালে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনকালে শিক্ষকদের উদ্দেশ্য বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ওয়াইএম বেলালুর রহমান।
এসময় তিনি অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখে এসময় অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম ও অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু। মতবিনিময় সভায় অতিরিক্ত আইজিপি ওয়াইএম বেলালুর রহমান প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি দেখেন ও দিক নির্দেশনা প্রদান করেন। এবং আগামীতে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে আরও ভাল পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোতাহার হোসেন সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি