সৈয়দপুরে ইপিজেডের এক নারী কর্মী ৮ দিন ধরে নিখোঁজ
নীলফামারীর উত্তরা ইপিজেডের এক নারী কর্মীকে গত আট দিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর নাম মোছা: সুরজাহান (৩০)। সৈয়দপুর শহরের বাসা থেকে গত রোববার ( ২১ জানুয়ারি) কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ রয়েছেন তিনি।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের নাজমুল শাহ’র স্ত্রী মোছা. সুরজাহান (৩০)। নীলফামারীর সদরে অবস্থিত উত্তরা ইপিজেডের এভারগ্রীন ফ্যাক্টরির সেকশন সেভেনের একজন কর্মী তিনি। প্রায় ৪ বছর ধরে ওই ফ্যাক্টরিতে কাজ করে আসছেন তিনি। প্রতিদিনের মতো গত ২১ জানুয়ায়ি (রোববার) সুরজাহান তাঁর কর্মস্থল উত্তরা ইপিজেডে যাওয়ার উদ্দেশ্যে সৈয়দপুরের বাসা থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোন হদিস মেলেনি। তাঁর স্বামী নাজমুল ইসলাম শাহ্। ওই দম্পতির নাজমুন নাহার (১৩) ও সুজাত (৮) নামে ছোট দুই ছেলে মেয়ে রয়েছে।
সুরজাহানের স্বামী নাজমুল ইসলাম শাহ্ জানান, তার স্ত্রী নিখোঁজের পর থেকে ছোট দুই ছেলে মেয়ে সারাক্ষণ তাদের মায়ের খোঁজখবর করছে। তারা মায়ের জন্য সারাদিন কান্নাকাটি করছে। আমি বাবা হয়ে ছেলেমেয়ের মুখের দিকে আর তাকাতে পারছি না।
এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার রাতে সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডির বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম রাসেল পারভেজ। তিনি জানান, নারী শ্রমিককে নিখোঁজের ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: