শিবগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার উদ্বোধন
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেছেন, “বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিবগঞ্জে বিজ্ঞান মেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণ শিক্ষার্থীদেরকে করেছে উদ্জীবিত। বিজ্ঞান বর্তমান বিশ্বে একটি আধুনিক জীবন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ মাধ্যম। বিজ্ঞানের সফলতা মানেই আধুনিক বিশ্বের সফলতা। বিজ্ঞান সাড়া মানব জাতির কল্যানের চাবিকাঠি। বিজ্ঞানের জয়যাত্রা সাড়া বিশ্বকে করেছে স্মার্ট ডিজিটাল ও গতিশীল।
তিনি সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধায়নে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। পরে উপজেল পরিষদ চত্বরে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তা এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, ওসি আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক। আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, প্রকৌশলী সিহাদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, সাবরেজিষ্টার শহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাশেম আলী, ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স ইনচার্জ শামছুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন শিবলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আক্তার মিঠু, সরকারি এম.এইচ কলেজ সিনিয়র প্রভাষক সিরাজুল ইসলাম, সানোয়ার হোসেন, মোকছেদ আলী, ওয়াজেদ আলী, আদর্শ মহিলা ডিগ্রী কলেজ প্রভাষক সানজিদা আক্তার, শাম্মী আক্তার, শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, মুকুল চন্দ্র মোদক, আঞ্জুমান আরা।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ