সৈয়দপুরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে কম্বল বিতরণ
নীলফামারীর সৈয়দপুরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে অসহায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় শহরের শহীদ তুলশীরাম সড়কে দলীয় কার্যালয়ে ওই কম্বল বিতরল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু’র সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহ- সভাপতি আকতার হোসেন খাঁন, যুগ্ম- সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, মো.সাইদুল ইসলাম,সাঈদ রেজা, টিপু সুলতান, মোস্তাফিজ আলীসহ দলের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ওই দিন এলাকার পাঁচ শতাধিক অসহায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি