সৈয়দপুরে আরএল এন্টারপ্রাইজের উদ্যোগে দেড় শত কম্বল বিতরণ
নীলফামারীর সৈয়দপুরে আর এল এন্টারপ্রাইজের উদ্যোগে দেড় হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় শহরের রেলওয়ে জেলা পুলিশ ক্লাব (জিআরপি) কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে ওই কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক শহীদ পরিবারের সন্তান মো. মহসিনুল হক মহসিন এবং বিশেষ অতিথি ছিলেন কামারপুকুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান সরকার, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ।
শহীদ পরিবারের সন্তান শহীদ আব্দুর রহমানের মেয়ে মিসেস রশিদা বেগমের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে আর এল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর নুর-ই -আলম সিদ্দিকী যুগল, আর এল এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী নুর-ই-ইমতিয়াজ প্রবাল, বিশিষ্ট সমাজসেবক রবিউল আউয়াল রবি ও নাসরিন সুলতানা প্রমুখ। আর এল এন্টারপ্রাইজের সহযোগী প্রতিষ্ঠান ফ্যাশন ফিউশন এবং আর এল ফার্মার সহযোগিতায় ওই কম্বল বিতরন করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার বিশেষ প্রতিনিধি মো তৈয়বুর রহমান তামিম।
এর আগে গত রোববার আর এল এন্টারপ্রাইজের উদ্যোগে নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নে এক হাজার পাঁচশত কম্বল এবং দিনাজপুরের খানসামা গোয়ালডিহি দুবলিয়ায় ৫ শতাধিক অসহায় গরীব, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আর এল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নুর-ই-ইমতিয়াজ প্রবাল বলেন, গত এক পক্ষকাল থেকে উত্তরাঞ্চলের তীব্র শীত পড়েছে। শীতবস্ত্রের অভাবে এ অঞ্চলের মানুষ চরম দূর্ভোগ পোহাচ্ছেন। তাদের জন্য আমাদের পক্ষ থেকে সাধ্যমতো এ কম্বল বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। আগামীতেও অসহায় দরিদ্র মানুষের জন্য আমাদের এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: