সারিয়াকান্দি কুতুবপুরে জোরপূর্বক রাস্তা অবরোধ করার অভিযোগ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কুতুবপুর এলাকায় জোরপূর্বক এক ডেইরী খামারের রাস্তা অবরোধ করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার ঐ এলাকার রফিকুল ইসলামের ছেলে আব্দুল মান্নান সারিয়াকান্দি থানায় বাদী হয়ে এই লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, মজলু প্রাং এর ছেলে মুঞ্জু প্রাং, জলিল প্রাং এর ছেলে আয়নাল প্রাং,মৃতঃ মোজাব্বর এর ছেলে সালাম প্রাং, নুরু মাস্টারের ছেলে চঞ্চল, চঞ্চল এর ছেলে রিমন,ইয়াকুব আলীর ছেলে বাবুল মিয়া, বাদশা প্রানফ এর ছেলে সাদ্দাম মিয়া ও নজির প্রাং এর ছেলে রুবেল প্রাং সবাই মিলে গত ২৮ জানুয়ারী সকালে জোরপূর্বক বাদীর খামারের রাস্তায় বাশের বেড়া স্থাপন করে। এ সময় বাদী পক্ষ প্রতিবাদ সরুপ বাধা দিলে তাদের কে হুমকি ধামকি ও নোংরা ভাষায় গালিগালাজ করে বিবাদীরা।
এই বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে।

সারিয়াকান্দি বগুড়া থেকেঃ-