পঞ্চগড়ে ৪৫ তম বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন
পঞ্চগড়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুইদিন ব্যাপী ৪৫ তম বিজ্ঞান মেলা, অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড ও অষ্টম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক। সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। মেলায় সদর উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশেষ পর্যায়ের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মেলা চলবে ৩০ জানুয়ারী পর্যন্ত।

পঞ্চগড় প্রতিনিধি: