আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীর জরিমানা
বগুড়ার আদমদীঘিতে বাজার নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তরকারি বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা ও ধান মজুদের অপরাধে দুই ব্যবসায়ীর ৫০ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।
মঙ্গলবার বিকেলে আদমদীঘি ও সান্তাহারে অভিযান চালানোর সময় উপস্থিত ছিলেন আদমদীঘির সহকার্রী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এএম গোলাম রব্বানী।
জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে আদমদীঘি উপজেলায় হাট ও বাজার নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের নেতৃত্বে বিশেষ অভিযানে আদমদীঘি সদর বাজারে তরকারি দোকানে দ্রব্যের মূল্য তালিকা সংরক্ষণ বা প্রদর্শন না করার অপরাধে ব্যবসায়ী রশিদুল ইসলামের ৫০০ টাকা জরিমানা এবং সান্তাহার বশিপুর এলাকায় মেসার্স সরদার সেমি অটো রাইস মিলে বোরো মৌসুমের ধান নির্ধারিত সময়ের অধিক সময় গুদামে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে মিলের ম্যানেজার বকুল হোসেনের ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি